খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ।

হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। ২ ফেব্রুয়ারি রোববার বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধক ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের হরিপুর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, টুর্নামেন্টের উদ্বোধোক ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য মির্জা ফয়সল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন , ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য জেড মতুজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাশেদুর রহিম রাশেদ, জাতীয় দলের সাবেক কৃতী খেলোয়ড় আরাফাত রনি, হরিপুর উপজেলা বিএনপি'র সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আকতার জামিল, জেলা-উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, যুবদল, ছাত্রদল, সহযোগী অংগ সংগঠনের নেতৃবন্দ এবং অংশগ্রহণকারী ২ টিমের খেলোয়াড়, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান কামু। উদ্বোধনী খেলায় হরিপুর ফুটবল একাদশ টিম তুমুলভাবে প্রতিদন্দিতা করে জাহিদুল ফুটবল একাদশ শীবগঞ্জ বগুড়া টিমের সাথে। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহণ করছে।

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পিতা প্রয়াত মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদল। সোমবার (১৩ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, মাদকমুক্ত দেশ গড়তে হলে খেলাধুলার প্রয়োজন। আমি বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলকে ধন্যবাদ জানাই এমন একটি খেলার আয়োজন করার জন্য। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাংসদ সদস্য ছিলেন। ছাত্রদলের এমন আয়োজনে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। আগামীতে উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে আবারও একটি টুর্নামেন্ট এর আয়োজন করা হবে। এসময় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ এর সভাপতিত্বে ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় এর পরিচালনায় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলহাজ্ব সৈয়দ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবর রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন তোফায়েল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বছরের প্রথমদিন ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে লাখো মানুষ।

বছরের প্রথমদিন ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে লাখো মানুষ।

ঠাকুরগাঁও: বছরের প্রথম দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রামীণ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলায় ঐতিহ্যবাহী ১২ নং সালন্দর ইউনিয়নের, সালন্দর চাষি ক্লাবের উদ্যোগে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে খেলা দেখতে লাখো মানুষের ঢল নামে। বুধবার (০১ জানুয়ারি) বিকেলে উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া মাঠে দ্বিতীয়বারের মতো এ খেলা অনুষ্ঠিত হয়। এর আগে ২০২৩ সালের পহেলা জানুয়ারিতে চাষি ক্লাবের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ঘোড়দৌড় প্রতিযোগিতায় সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ও চাষি ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন - জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মাওলা চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। তীব্র শীত উপেক্ষা করে খেলায় মানুষের ঢল নামে। এ খেলা দেখে উচ্ছ্বাসিত সব বয়সের মানুষ। প্রতিবছর এমন আয়োজনের প্রত্যাশা করেন তারা। খেলা দেখার জন্য ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে চাচার বাড়িতে এসেছেন শালসাবিল জাহান প্রাপ্তি। তিনি আলোর কন্ঠকে বলেন, জীবনে কোনো দিন সরাসরি ঘোড়দৌড় খেলা দেখিনি। এর আগে টিভি ও ইউটিউবে দেখেছি। আজকে সরাসরি খেলা দেখে খুব ভালো লেগেছে। মো. তরিকুল ইসলাম নামে এক যুবক বলেন, ঘোড়দৌড় খেলা দেখে খুবই ভালো লাগলো। যুবসমাজ ও নতুন প্রজন্মকে খারাপ কিছু থেকে রক্ষা করতে এমন উদ্যোগ খুবই জরুরি। তাই প্রতি বছর এ ধরনের খেলার আয়োজন করা উচিত। যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে আগামীতে সবার সহযোগিতায় চাষি ক্লাবের উদ্যোগে গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা করার কথা জানান চাষি ক্লাবের প্রধান উপদেষ্টা ও সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলে এলাহী মুকুট চৌধুরী। খেলায় ২১টি ঘোড়া নিয়ে বিভিন্ন জেলা থেকে ২১ জন অংশগ্রহণ করেন। এতে চিরির বন্দরের কাজি আশরাফুর প্রথম এবং কাফি বানিয়া দ্বিতীয় হন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে আন্ত--ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ।

ঠাকুরগাঁওয়ে আন্ত--ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,, জমজমাটপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্ত: ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর রোববার ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল মাঠে সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” এই শ্লোগানে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নের আয়োজনে (রংপুর ও রাজশাহী রেঞ্জের বাছাই পর্বের) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন ১৯ আনসার ব্যাটালিয়ন পবা, রাজশাহীর পরিচালক মো: আব্দুল মজিদ, পিএএমএস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক বিকাশ চন্দ্র দাস, ৩৯ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: জুয়েল রানা, ৩৩ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ৩৯ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট (কোম্পানী কমান্ডার) সিরাজুল আমিন, ৩৯ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট (কোম্পানী কমান্ডার) মো: বিল্লাল হোসাইন, ২৮ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট মো: আতিয়ার রহমানসহ অন্যান্য সদস্য ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ। ফুটবলের ফাইনাল খেলায় “২৮ আনসার ব্যাটালিয়ন টিম” চ্যাম্পিয়ন ও “৩৯ আনসার ব্যাটালিয়ন” টিম রানার্স আপ হয়। ভলিবলে “১৯ আনসার ব্যাটালিয়ন” টিম চ্যাম্পিয়ন ও “২৮ আনসার ব্যাটালিয়ন” টিম রানার্স আপ হয়। শেষে (ফুটবল ও ভলিবল) এ চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। একই সাথে বিভিন্ন টিমের ভাল খেলোয়াড়দের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। ফুটবলে খেলা পরিচালক প্যানেলে ছিলেন ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.কে.এম হাসানুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, নির্বাহী সদস্য মো: সামসুজ্জামান আপেল, সদস্য মো: দারুল ইসলাম ও মো: মনিরুজ্জামান। ভলিবলে ছিলেন মো: মাসুদ রানা, মো: আলতাফুর আলিম, মো: হাবিব ও মো: আল আকসার। উল্লেখ্য, ফুটবল ও ভলিবল প্রতিযোগিতায় মোট ৪টি করে টিম অংশগ্রহন করে। ২ দিন ব্যাপী ভলিবল এবং ৩ দিন ব্যাপী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি।

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের পর নারী এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। যেখানে ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে। ৪২ রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা। কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে আজ (রোববার) শিরোপানির্ধারণী ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশের যুব টাইগ্রেসরা। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন। তবে গোঙ্গাদি তৃষার ফিফটি ও শেষদিকে টেলএন্ডারদের ক্যামিওতে ১১৭ রানের লড়াকু পুঁজি পায় ভারত। অন্যদিকে, বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও একটি হিট উইকেট হয়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অর্থাৎ, এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম আসরে যুব টাইগ্রেসরা রানারআপ। বিপরীতে ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি উইকেট শিকার করেন। এর আগে ১১৭ রান সংগ্রহের পথে ভারতীয় ওপেনার তৃষা ৪৭ বলে ৫২ এবং শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন।

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

মাত্র ১২ দিন আগের ঘটনা। গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে উল্লাসে মাতে বাংলাদেশের যুবারা। এরপর লাল সবুজ পতাকা নিয়ে মাঠের এদিক সেদিক আজিজুল হাকিম তামিমদের দৌড়াদৌড়ি। কারো চোখে সুখের অশ্রু, কেউ স্টাম্প উপড়ে নিচ্ছেন। এমন একটা দৃশ্য রোববার (২২ ডিসেম্বর) তৈরি হতেই পারে। তবে সুযোগটা এবার ছেলেদের নয়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়ে দলের। শুক্রবার (২০ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৫৫ রানের টার্গেট পায় লাল সবুজের প্রতিনিধিরা। ১ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সুমাইয়া আক্তারের দল। ৯ উইকেটে জয় পাওয়া বাংলাদেশ রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারতের। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে আজিজুল হাকিম বাহিনী থমকে দেয় ভারতকে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু জয়ই নয়, কর্তৃত্ববাদী জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা। ১৯৯ রানের লক্ষ্য সেট করে ভারতকে গুটিয়ে দেয় মাত্র ১৩৯ রানে। তবে মেয়েদের টুর্নামেন্টটি টি-২০ ফরম্যাটে। ছেলেদের মতো তারা শিরোপাটা উঁচিয়ে ধরতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠে ভারতের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে তাদের ফাইনালের টিকিট পাওয়ার ব্যাপারটি পড়ে গিয়েছিল অনিশ্চয়তায়। সেই অনিশ্চয়তা দূর করে শ্রীলঙ্কা। ভারতের কাছে হারের আগে নেপালের বিপক্ষে লঙ্কানদের ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর ফাইনালের জন্য শুধু জয়ই দরকার পড়ে জুনিয়র টাইগ্রেসদের। সেটাও এসে গেল সহজে! মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১১ ওভার করা হয়। ৮ উইকেট হারিয়ে ৫৪ রানের সংগ্রহ পায় নেপাল। এরমধ্যে নেপালের ৪ জনকেই রানআউট করে বাংলাদেশ। সাবিত্রি ধামি করেন সর্বোচ্চ ১১ রান। বাকিদের কেউ দুই অংক ছুঁতে পারেননি। ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তারম ফাহমিদ ছোঁয়া ও হাবিবা ইসলাম একটি করে উইকেট নেন। ছোঁয়া, মোছাম্মত ইভা ও সুমাইয়া আক্তারের ব্যাটে ৯.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ছোঁয়া ৩২ বলে ২৬, ইভা ২১ বলে ১৮ ও সুমাইয়া ৬ বলে ১০ রান করেন। ফাইনালে একই মাঠে ভারতের বিপক্ষে লড়বে তারা।

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

মাঠ রক্ষায় খেলোয়াড়দের প্রতিবাদ-সমাবেশ

মাঠ রক্ষায় খেলোয়াড়দের প্রতিবাদ-সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: "মাঠ বাঁচাও, ক্রিকেট বাঁচাও" এই স্লোগানে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমবেশ করেছে খেলোয়াড়রা। 

 বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের চৌরাস্তায় জেলার সকল ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

জেলা এসময় ফারুক জুলু, আরমান ও বর্তমান খেলোয়ার মুশফিকুর ইসলামসহ বক্তারা অভিযোগ করে বলেন, একটি সংগঠনের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার ব্যান্ড শিল্পীদের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মাঠে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়। কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমাদের ক্রিকেট খেলোয়াড়রা নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলেছে আগামী ঢাকা ১ম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লীগের জন্য। 


সেই সাথে জেলা অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের চুড়ান্ত প্রস্তুতি চলমান। চলমান এই সময়ে স্টেডিয়ামে এমন অনুষ্ঠান আয়োজন হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে। যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। 

তাই সকল ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে স্টেডিয়াম মাঠে কনসার্ট বন্ধ করে স্থান পরিবর্তন করার দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

 ক্ষয়ক্ষতির বিষয়টি মাথায় রেখে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটেই নিষিদ্ধ হয়ে গেলেন বোলার সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটেই নিষিদ্ধ হয়ে গেলেন বোলার সাকিব

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে সব ধরনের প্রতিযোগিতা থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সাকিব যেহেতু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন। ফলে সাকিব বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা ইংল্যান্ডের একটি আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পরিচালিত মূল্যায়নের ফলের ভিত্তিতে আরোপ করা হয়েছে। অ্যাকশন শুধরে সাকিবকে আবারও পরীক্ষায় উতরে তবেই বোলিংয়ে ফিরতে পারবেন। তবে এ সময় তিনি শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন। সাকিব এরই মধ্যে চেন্নাইয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যোগাযোগ করেছেন। যদি ভারতের ভিসা পান, তাহলে চলতি লঙ্কা টি-টেন সুপার লিগ শেষে পরীক্ষা দিতে চেন্নাইয়ে যাবেন। তার আগে ভারতের ভিসা নিতে তিনি শ্রীলঙ্কা থেকে যাবেন আরব আমিরাতে। যদি ভারতের ভিসা না পান তাহলে আবারও পরীক্ষা দিতে যেতে হবে ইংল্যান্ডেই। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। ম্যাচটিতে দারুণ বোলিংও করেছিলেন তিনি। কিন্তু তাঁর সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা। সূত্র জানায়, সাকিব শুরুতে চেয়েছিলেন চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে। ওই সময় চেন্নাইয়ের পরীক্ষাগারে সংস্কার কাজ চলায় পরীক্ষা দিতে বেশ অপেক্ষা করতে হবে বলে গিয়েছিলেন ইংল্যান্ডে। এই মাসের শুরুতে বার্মিংহামের লাফবরো বিশ্ববিদ্যালয়ে তাঁর বোলিং পরীক্ষা দেন। যেখানে দেখা গেছে, বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে, সেটি অতিক্রম করেছেন তিনি। গত ১০ ডিসেম্বর থেকে ইংল্যান্ডে নিষিদ্ধ হয় সাকিবের বোলিং। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রণীত নিয়মের ১১.৩ ধারা অনুযায়ী যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন তার ঘরোয়া প্রতিযোগিতায় কোনো খেলোয়াড়কে বোলিং থেকে নিষিদ্ধ করে, তবে আইসিসি এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনের ঘরোয়া প্রতিযোগিতাতেও কার্যকর করবে। নিষেধাজ্ঞা আনুষ্ঠানিক নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই কার্যকর হয় এবং এর জন্য অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। বিসিবি আরও জানিয়েছে, আইসিসির ১১.৪ ধারার অধীনে সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। যদি এই পরীক্ষার ফলে তাঁর বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়, তবে তিনি আন্তর্জাতিক এবং সব ধরনের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় বোলিংয়ে ফিরতে পারবেন। তবে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের যেকোনো ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। সে হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর বাধা নেই।

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শিবগঞ্জ ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগীতা ও নবীন বরণ অনুষ্ঠান।

শিবগঞ্জ ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও নবীন বরণ অনুষ্ঠান।

ঠাকুরগাঁওঃ মশালের আলোর মতোই শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে চায় কলেজ কর্তৃপক্ষ। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গতকাল ঠাকুরগাঁও সদর শিবগঞ্জ ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও নবীন বরণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। এরপর মশাল জ্বালিয়ে মাঠ প্রদক্ষিন করেন প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী। পরবর্তিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ কর্মচারি দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। পরে কলেজের নারী শিক্ষকরা উৎসব মুখোর পরিবেশে বলটি ধরুন খেলায় মাতেন। এরপর শিক্ষকদের সাথে নিয়ে কলেজ লাইব্রেরী ভবন উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সদস্য এসকে মাঈনুদ্দিন। পরে নবীনদের ফুল দিয়ে বরণ করেন দিত্বীয় বর্ষের শিক্ষার্থীরা। বিজ্ঞাপন সেই সাথে সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, বিশেষ অতিথি জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মোস্তাকসহ ম্যানেজিং কমিটির সদস্য, কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা এ কলেজ থেকে ভাল ফলাফল করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের পর বিভিন্ন দপ্তরে চাকুরি করে দেশের জন্য কাজ করছে। এ কলেজ ভবিষ্যতে আরো বেশি সুনাম বয়ে আনবে বলে মনে করেন তারা। আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারিদের পুরস্কার বিতরনের পাশাপাশি বেলা গড়াতেই শুরু হয় মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় তের একর জমির উপর ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে বলে জানান কর্তৃপক্ষ।

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

পীরগঞ্জে প্রয়াত সাংবাদিকদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

পীরগঞ্জে প্রয়াত সাংবাদিকদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের প্রয়াত সাংবাদিকদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন, সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান,পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা. কুড়িগ্রাম জেলার সাবেক আতিরিক্ত জেলা প্রশাসক প্রয়াত সাংবাদিক আখতার হোসেন রাজার ছেলে পুবন আকতার, সহকারী কমিশনার(ভুমি) ইশফাকুল কবীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, থানার অফিসার এনচার্জ তাজুল ইসলাম, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তেশাম ইল হক মিম, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ। এ সময় রাজনৈতিদলের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলা পরিষদ, পীরগঞ্জ থানা, পীরগঞ্জ প্রেসক্লাব, আজাদ স্পোটিং ক্লাব ও সূর্যদয় ক্লাবের মোট ১৬ টি দল অংশ নিচ্ছে।