বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ইত্যাদি অনুষ্ঠানকে বরণ করতে প্রস্তুত হাজারো দর্শক

ঠাকুরগাঁওয়ে ইত্যাদি অনুষ্ঠানকে বরণ করতে প্রস্তুত হাজারো দর্শক


 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিকনদীর ধারে শতবছরের পুরাতন ঐতিহ্যবাহী রাজাটংকনার্থ চৌধুরীর দৃষ্টিনন্দন রাজবাড়িতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এ অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করছেন জেলা ও উপজেলা প্রশাসন।

অপরদিকে রাণীশংকৈলে এবারই প্রথম ইত্যাদির আয়োজন করায় অনুষ্ঠানটিকে বরণ করতে পুরো জেলার হাজার হাজার দর্শক আগ্রহে দিন গুনছে।


অনুষ্ঠান ঘিরে উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ তেমনি প্রশাসনও নিরপত্তার চাদরে ঘিরে রাখতে তৈরি করেছে রোডম্যাপ। এবারে ইত্যাদি অনুষ্ঠানে রাণীশংকৈলের ইতিহাস, ঐতিহ্য রামরাইদিঘী, গোরখোনাথের গরকই কুপ, জগদল জমিদারবাড়ি, নৃত্যানুষ্ঠান, কৌতুক অভিনয়সহ প্রাকৃতিক বৈচিত্রময় বিভিন্ন নিদর্শন। কয়েদিন ধরে রাজবাড়ির আঙ্গিনায় চলছে মাঠ সাজানোর প্রস্তুতি আগামীকাল প্রদর্শিত হবে অনুষ্ঠান। উপলক্ষে প্রশাসন কয়েকটিস্থরে তৈরি করেছে নিরাপত্তার বেষ্টনি, মোতায়েন করা হবে সেনাবহিনী,পুলিশ ও আনসার।

ইতোমধ্যে অনুষ্ঠাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বহি কর্মকর্তা রকিবুল হাসান, সেনাবাহিনীর ল্যাপ্টেন মেহেদি হাসান, থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক, জেলা গোয়েন্দা পুলিশ ইকবাল হোসেন প্রামানিক (ডিআইও ওয়ান)।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ইত্যাদি অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসমাগম এড়াতে ট্রাফিক পুলিশ মোড়ে মোড়ে অবস্থান করবে। এছাড়াও নিরাপত্তার জন্য কয়েকটি স্থরে মোতায়েন করা হবে সেনাবাহিনী, পুলিশ ও আনসার।

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

জুতা পরে শহীদ স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, সমালোচনার ঝড়

জুতা পরে শহীদ স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, সমালোচনার ঝড়

শহীদ স্মৃতিস্তম্ভে এবার টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে তারা একটি টিকটক ভিডিও তৈরি করে। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারন করে। পরে তা মুর্হূতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে নাচ গান করতে গিয়েছিলেন হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি। পরে রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানান হিরো আলম। এক পর্যায়ে এ ঘটনা জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মাঝে এ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহীদদের প্রতি চরম অবমাননা। যা বরদাস্ত করা যায় না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করবেন বলে জানান তিনি। এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন জানান, ‘বিষয়টি জেনেছি। এরইমধ্যে হিরো আলম সার্কাসে রাতের শো শেষ করে চলে গেছেন।’ তবে এ নিয়ে রাজমনি সার্কাসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘ঘটনাটি শুনছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ‘ এ বিষয়ে আমরা অবগত আছি। এটি অত্যান্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

পরীমণির লুকে ‘চমক’

পরীমণির লুকে ‘চমক’

লম্বা বিরতির পর আবারো কাজে নিয়মিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমণি। প্রায় এক দশক ধরে ঢালিউড মাতিয়ে পা রেখেছেন টলিউডে। ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে নতুন বছরে নতুন লুকে দর্শকদের চমকে দেবেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে আসা সিনেমাটির পোস্টারে পরীমণির লুক দেখে এমনটাই ভাবনা নেটিজেনদের। ২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ফেলুবক্সী’। এবার নিজের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করলেন এই অভিনেত্রী। সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে তাকে। পোস্টারে দেখা যায়, পরীমণির পরনে কুর্তা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালা। এক অনবদ্য লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হোন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’ পরীমণিকে এমন লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ভক্তদের মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে নায়িকার কমেন্ট বক্সে। একজন লিখেছেন, “শুভকামনা রইল। অপেক্ষায় আছি!” আরেকজন লেখেন, “ওয়াও।” অন্য একজন লেখেন, “অনেক সুন্দর লাগছে পরী।” দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার প্রমুখ।

সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

কলকাতায় মুক্তি পাচ্ছে পরীমনির সিনেমা

কলকাতায় মুক্তি পাচ্ছে পরীমনির সিনেমা

গত ৮ নভেম্বর ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পায় পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। এরই মধ্যে পরীমনি অভিনীত নতুন একটি সিনেমার খবর পাওয়া যায়। কলকাতার সিনেমায় অভিনয়ের খবর জানান পরীমনি নিজেই। পরীভক্তদের আগ্রহের তালিকায় আছে কলকাতার সিনেমাটি। একই সঙ্গে পরীমনি নিজেও অনেকবার বলেছেন, কলকাতায় প্রথম সিনেমাটি দেখার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন। শেষমেশ জানা গেছে, নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে তার প্রথম কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’। আগামী ১৭ জানুয়ারি কলকাতার বড় পর্দায় দেখা যাবে সিনেমাটি। এতে পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। গত শুক্রবার রাতে পরীমনি-সোহমের ছবি সম্বলিত ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকেই জানা যায়, নতুন বছর ২০২৫-এর শুরুতেই ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নতুন এ সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরী অবশ্য কিছুই লেখেননি। তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। কলকাতার সিনেমা ফেলুবক্সীতে পরীমনি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার। এ তিন সেলিব্রিটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের। জানা গেছে, নতুন প্রজন্মের চরিত্র এ ফেলুবক্সী। যে চতুর ও নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে। পরীমনির চরিত্র লাবণ্য, একটি রহস্যময়ী ও আকর্ষণীয় চরিত্র। এ সিনেমায় মধুমিতা সরকার চরিত্রের নাম দেবযানী, যিনি একজন রেডিও জকি।

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে যাত্রাপালার নামে অশ্লীলনৃত্য ও লটারি ক্ষোভ স্থানীয়দের

ঠাকুরগাঁওয়ে যাত্রাপালার নামে অশ্লীলনৃত্য ও লটারি ক্ষোভ স্থানীয়দের


স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে সামাজিক যাত্রাপালার নামে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে রাতভর পরিচালিত হচ্ছে অশ্লীলনৃত্য। শুধু তাই নয় চটকদার পুরস্কারে বিক্রি করা হচ্ছে লটারি। এতে নস্ট হচ্ছে যুবসমাজ। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। তবে জেলা প্রশাসন বলছেন অনুমতি পত্রের বাইরে গিয়ে কার্যক্রম চালানো হলে ব্যবস্থা নেয়া হবে।

গেল ২৮ নভেম্বর মেলা ঘুরে দেখা গেছে, রুহিয়া থানার সামনে অবস্থিত আজাদ মেলা প্রাঙ্গনে সন্ধ্যার আগে থেকে একটি প্যানেলে বিক্রিকৃত লটারির বাক্স তোলা হচ্ছে এক এক করে। পরে সারিবন্ধ করে রাখা প্রতিটি বাক্সের ভেতরে ফেলে দেয়া ক্রয়কৃত বিশ টাকা মুল্যের টিকিটগুলো একটি বিছানার চাদরে রাখেন লটারির আয়োজকরা। রাত দশটা থেকে শুরু করে লটারির এক একটি কুপন উঠিয়ে মাতেন ভাগ্য নির্ধারনের খেলায়। হাজার হাজার টিকিট বিক্রি করে একত্রিশটি পুরস্কার প্রদান করতে দেখা গেছে। প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল প্রদান করায় টিকিট বিক্রি করে একদিনেই লাখ লাখ টাকা লুফে নিচ্ছেন লরারির আয়োজকরা। রাত ১২ টার আগেই লটারির কার্যক্রম শেষ হওয়ার পর। পাশের আরেকটি প্যান্ডেলে সৌরভী ডিজিটাল অপেরা যাত্রাপালার নামে শুরু হয় অশ্লীলনৃত্য। একের পর এক চটকদারগান আর শরির দোলানো অশ্লীলনৃত্য দেখতে ছুটে আসে উঠতি বয়সী যুবকরা।টিকিট প্রতি ১৫০ থেকে ৩শ টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। যদিও জেলা প্রশাসনের অনুমতিপত্রে উল্লেখ রয়েছে সামাজিক যাত্রাপালার কথা। তার উল্টো চিত্র দেখা গেছে সেখানে। এই প্যান্ডেলের ভেতরের মেয়েরা অপরুপ সৌন্দোয্যে এসে উগ্র করে তুলছে যুবকদের। এসময় যুবকরা সামনে গিয়ে শরির উপর টাকা ছিটিয়ে যে যার মত করে বিনোদন নিচ্ছে। রাত যত গভীর হয় ততই বাড়ে নোংরামির পরিমান। যা চলে ভোড় রাত পর্যন্ত। মেলায় এমন নোংরা পরিস্থিতির বিষয়টিকে কোনভাবেই মেনে নিতে পারছেন না সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধিত্বকারিরা।

এ বিষয়ে সাংস্কৃতিক ব্যাক্তি মাসুদ আহম্মেদ সুবর্নসহ জেলার গনমাধ্যমকর্মীরা জানান, জুয়ার নামে মেলায় লটারির অনুমতি দেয়া মোটেও ঠিক হয়নি জেলা প্রশাসকের। এছাড়া সামাজিক যাত্রাপালার নামে যে নোংরামিপনা শুরু হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। এতে সমাজ ধংসের পাশাপাশি বাড়বে চুরি ছিনতাই। অবনতি হবে আইনশৃংখলা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিক্ষা চলছে। বর্তমান পরিস্থিতিতে মেলার অনুমতি দেয়াই ঠিক হয়নি। অবিলম্বে তা বন্ধে দাবি করেন। মেলা কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেস্টা হিসেবে দায়িত্বরত আনসারুল হক জানান, মেলায় অশ্লীলনৃত্য চলছে যা আমার অজানা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। আর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, লাটারি ও সামাজিক যাত্রাপালার অনুমতি দেয়া হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। তবে যাত্রার নামে কোন ধরনের নোংরামি পরিবেশিত হলে ব্যবস্থা নেয়া হবে। গেল ২৩ নভেম্বর জেলা প্রশাসনের কর্মকর্তা, মেলা কমিটিসহ স্থানীয়দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার রুহিয়ায় এক মাসব্যাপি আজাদ মেলার উদ্বোধন করা হয়।

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

প্রশাসনে বদলীর  নির্দেশনায়  ঠাকুরগাঁওয়ে চার ওসি, দুই ইউএনও

প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে চার ওসি, দুই ইউএনও


 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে  চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 


চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্তে সব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। 


এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ০৬ মাসের অধিক ও যেসব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলে এক বছরের অধিক চাকরি সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণের জন্য বলা হয়েছে। 


নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী ঠাকুরগাঁওয়ের ৭টি থানার মধ্যে ৪টি থানার ওসির ৬মাসের অধিক সময় ধরে দায়িত্ব পালন করছেন।


তারা হলেন, সদর থানার ওসি ফিরোজ কবির, তিনি যোগদান করেছেন চলতি বছরের ১৪ মে। সে হিসেবে তিনার কার্যকাল ৬ মাস ১৮ দিন, রুহিয়া থানার ওসি সোহেল রানা, তিনি যোগদান করেছেন গত বছরের ১৬ জুন, সে হিসেবে তিনার কার্যকাল ১৭ মাস, ১৫ দিন, বালিয়াডাঙ্গী থানার ওসি  খায়রুল আনাম, তিনি যোগদান করেছেন গত বছরের ১লা ফেব্রুয়ারী, সে হিসেবে তিনার কার্যকাল২২মাস ১দিন ও রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম, তিনি যোগদান করেছেন  গত বছরের ১৩ ডিসেম্বরে, তিনার কার্যকাল ১১ মাস ১৮ দিন। অপরদিকে আগামীকাল (৩ডিসেম্বর) রোববার ভুল্লী থানার ওসি দুলাল উদ্দীনের ৬ মাস পূর্ণ হবে। তিনি যোগদান করেছেন চলতি বছরের ৩ জুলাই, পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ এ মাসেই তার ৬ মাস পূর্ণ হবে। আর হরিপুর থানা ওসির যোগদানে ৬ মাস এখনো পূর্ণ হয়নি। 


অন্যদিকে, কমিশনের চিঠিতে বলা হয়েছে এক বছরের অধিক যেসব নির্বাহী কর্মকর্তারা রয়েছেন তাদেরও বদলীর নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলার মধ্যে ২টি উপজেলা ইউএনওর কার্যকাল ১ বছরের অধিক সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। 


যেমন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার যোগদান করেছেন গত বছরের ২২ সেপ্টেম্বরে। সে হিসেবে তিনার কার্যকাল ১৪ মাস ১২দিন আর পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির যোগাদান করেছেন গত বছরের ১৭ জুলাই তার কার্যকাল ১৬ মাস, ৬ দিন৷ 

আর বাকি ৩টি উপজেলা ইউএনওদের কার্যকাল এখনো এক বছর পূর্ণ হয়নি। 


তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইউএনও এবং ওসিদের বদলি নির্দেশ দেওয়া হলেও জেলা প্রশাসকদের ক্ষেত্রে এখনো কোনো বদলির সিদ্ধান্ত নেয়নি কমিশন। কিন্তু মো: মাহবুবুর রহমান ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় আড়াই বছর থেকে৷ তিনি এ জেলায় ডিসি হিসেবে যোগদান করেছেন ২০২১ সালের ২২জুন। সে হিসেবে তিনার কার্যকাল ২ বছর ৫ মাস ১০ দিন।