শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

এবার এসএসসি পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী

এবার এসএসসি পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। রোববার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার এ তথ্য জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ ও ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ৯টি বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি। ১৮ হাজার ৮৪টি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ৬৩টি মাদরাসার শিক্ষার্থীরা। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন। এদিকে, স্ব স্ব শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী- আগামী ১০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে ২ মাস ১০ দিনের লম্বা ছুটি থাকবে। শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা যায়, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে, শেষ হবে ৮ এপ্রিল। পবিত্র রমজান শুরু হবে ১ বা ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সে হিসাবে এক টানা বন্ধ থাকবে ৪০ দিন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বলেন, এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ‍২ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বলেন, রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ) নুরুল হক সিকদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটির আগে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সর্বশেষ ক্লাস হবে। অন্যদিকে, ১০ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব প্রতিষ্ঠানে টানা ২ মাস ১০ দিন ছুটি থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, চলতি বছরের রমজান, ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষা চলাকালীন সময় বাদে স্কুল-কলেজগুলো নিজস্ব ব্যবস্থাপনায় যদি ক্লাস নিতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো নিষেধ নেই।

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

পীরগঞ্জ সরকারি কলেজ থেকে   মেডিকেলে চান্স পেয়েছেন ৯ শিক্ষার্থী

পীরগঞ্জ সরকারি কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছেন ৯ শিক্ষার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সরকারি কলেজের ৯ জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছেন । ২০২৪-২৫ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারী অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি ফল প্রকাশ করেন। উত্তীর্ণরা হলেন ঢাকা মেডিকেল অমি, সলিমুল্লাহ মেডিকেল প্রিয়াঙ্কা, ময়মনসিংহ মেডিকেল অনুশ্রী, বগুড়া মেডিকেল সুমাইয়া, রাঙ্গামাটি মেডিকেল শারমিন, বগুড়া মেডিকেল নজিব, রংপুর মেডিকেল ইমরান, নীলফামারী মেডিকেল মামুন, চাঁদপুর মেডিকেলে সৌরভ । এ বছর ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন,পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সরকারি- বেসরকারি মেডিকেলের জন্য ৬০ হাজার ৯৫ জন কে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। এ প্রসঙ্গে পীরগনজ সরকারি কলেজ অধ্যক্ষ -প্রফেসর মো : বদরুল হুদা জানান, সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটিতে আরো বাড়তে পারে বলে আশা করছেন। তিনি জানান, প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী মেডিকেল, বুয়েট সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন। শিক্ষকশিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে এই ফল অর্জিত হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃংখল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা ও কঠোর তদারকির ফলে আশানুরূপ ফল করেছেন শিক্ষার্থীরা। জানতে চাইলে চান্স পাওয়া শিক্ষার্থীরা জানায় তাদের স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে লোক জনের সেবা করা। তাই লক্ষ্য বস্তু নিয়ে ভালো ভাবে পড়াশোনা ও অক্লান্ত শ্রমের ফলে সাফল্য অর্জন হয়েছে। স্বপ্ন পূরণ হয়েছে তাদের।এ প্রসঙ্গে পীরগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: বদরুল হুদা জানান ৯ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে চান্স পাওয়ায় গর্বিত ও আনন্দিত । তাছাড়া পীরগঞ্জ সরকারি কলেজ থেকে ভালো ফলাফল করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও এ কলেজ থেকে বিভিন্ন পর্যায়ে ভর্তির সুযোগ পেয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন গুণগত শিক্ষার মান আর মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা।
অন্যের জমিতে কাজ করে মেডিকেলে চান্স পেলেন রাণীশংকৈলের মারুফ

অন্যের জমিতে কাজ করে মেডিকেলে চান্স পেলেন রাণীশংকৈলের মারুফ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: শারীরিক অসুস্থতার কারণে প্রায় সময় কাজে যেতে পারতেন না ইউসুফ আলী। একদিন খাবার না খেলেও চলবে কিন্তু ওষুধ প্রতিনিয়তই সেবন করতে হয় তাকে। একদিকে পাঁচ সদস্যের পরিবারের দায়িত্ব ও সন্তানের লেখাপড়ার খরচ আর অন্যদিকে অসুস্থতা। সব মিলে যেন অন্ধকার দেখছিলেন তিনি। আর বাবার এই অসহায়ত্বের করুন দৃশ্য দেখে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন তার বড় ছেলে মারুফ হাসান। নিজের লেখাপড়ার খরচ যোগাতে মাঠে যান শ্রম দিতে। অন্যের জমিতে কামলা দিয়ে যা মুজুরী পাই তা দিয়ে নিজের পড়াশোনার খরচ ও বাবার ওষুধের পিছনে ব্যয় হয়। তবুও যেন দরিদ্র ঘরের এই অন্ধকার কাটছেই না। তবে সেই অন্ধকারে এবার প্রদীপ জ্বালিয়েছে মারুফ হাসান। সেই প্রদীপের আলোই আলোকিত হয়েছে ইউসুফ আলীর ঘর। দারিদ্রতাকে জয় করে মারুফ রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মারুফের এ সাফল্যে বাবা-মা সহ আত্বীয় স্বজন ও গ্রামের মানুষ আনন্দিত। কিন্তু তাঁর দরিদ্র পরিবারের পক্ষে মেডিকেলে খরচ জোগান দেওয়া আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে। মারুফ হাসান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের শালবাড়ি এলাকার কাঁঠালবাড়ি গ্রামের ইউসুফ আলী-মরিয়ম বেগম দম্পত্তির ছেলে। তিন ভাইয়ের মধ্যে মারুফ সবার বড়। বসতভিটে ছাড়া তাদের তেমন সম্পত্তি নেই। অসুস্থ্য বাবা অন্যের দোকানে কাজ করে যা রোজগার করে তা দিয়ে চলে সংসার। আর মারুফ অন্যের জমিতে দিনমুজুরের কাজ করে যা আয় করে তা দিয়ে নিজের পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকেও সহায়তা করতেন। এলাকাবাসী ও পারিবার সূত্রে জানা গেছে, মারুফ হাসান রাণীশংকৈল পাইল্ট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি জিপিএ-৫ পাই। এরপর ভর্তি হন রাণীশংকৈল ডিগ্রি কলেজে। সেখানেও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মারুফ অংশ নিলে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। ভর্তিসহ অনুষঙ্গিক খরচ বাবদ যে অর্থের দরকার তা মারুফের হতদরিদ্র পরিবারের পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ নিজের যা সম্পত্তি ছিলো তা বন্ধক রেখে সন্তানদের পড়াশোনার পেছনে ব্যায় করেছেন ইউসুফ আলী। বন্ধুর কীটনাশক দোকানে কাজ করে যা বেতন পান তা দিয়েই চলে তাদের সংসার। মারুফ হাসানের বাবা ইউসুফ আলী জানায়, পৈতৃক সূত্রে ২০ শতাংশ ও শ্বশুরের দেওয়া ৩৩ শতাংশ জমি পান তিনি। তাঁর মধ্যে ২০ শতাংশ জমি ছেলের লেখাপড়ার খরচের জন্য বন্ধক রেখেছেন। আর ৩৩ শতাংশ জমিতে চাষাবাদ করে যা ফসল হয় তা দিয়েই তাদের সংসার চলে। ইউসুফ আলী ২০০৬ সাল থেকে শারীরিকভাবে অসুস্থ্য। ভাড়ি কোন কাজ করতে পারেন না । এদিকে কাজ না করলে আবার চুলোয় হাড়ি চরে না। তাই অসুস্থ্য শরীর নিয়েই বাড়ির পাশে এক কীটনাশকের দোকানে কাজ নেন। কাজ করে যে পরিশ্রমী পাই তা দিয়ে সংসার চলে। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে বহু ডাক্তারের চিকিৎসা নিয়েছি। সেই থেকে স্বপ্ন দেখতাম আমার সন্তানকেও যদি ডাক্তার বানাতে পারতাম। একথা শুনে বড় ছেলে মারুফ গত বছরে এমবিবিএস ভর্তি পরিক্ষায় অংশ গ্রহণ করে। কিন্তু ৩ নম্বরের জন্য মেডিকেলে ভর্তির সুযোগ হাত ছাড়া হয়ে যায়। তাঁর পরেও থামে যায়নি মারুফ। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয়। পরিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি বিষয়ে ভর্তি হন। কিন্তু কৃষি বিষয়ে তার আগ্রহ কম থাকায় বাড়ি চলে আসে। এরপর এলাকায় একটি কোচিংয়ে বেশ কিছুদিন শিক্ষকতা করেন। এবার এমবিবিএস পরিক্ষায় আর তাকে থামাতে পারেনি। শতকষ্ট করে ছেলে আমার রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আমার স্বপ্ন পূরণ করেছে। আমার সব কষ্ট সার্থক হয়েছে। মেডিকেলে চান্স পাওয়ায় গর্বে আমার বুক ফুলে ওঠে। কিন্তু ওখানে অনেক টাকা-পয়সা লাগে। আমার পক্ষে তা সম্ভব না। মারুফের মা মরিয়ম বেগম বলেন, আমার বড় ছেলে অভাবের মধ্যেই পড়ালেখা করেছে। ছেলে বড় ডাক্তার হোক। গরিব মানুষেকে বিনা টাকায় চিকিৎসা করবে এটাই চাওয়া। আমি খুবই আনন্দিত। মারুফ বলেন, আমার বাবা অসুস্থ্যতা ও ডাক্তারের কাছে আসা যাওয়া দেখেই আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। এই পেশাটাকে আমার অন্যরকম ভালো লাগে। মনে হতো আমি যদি তাঁদের মতো হতে পারতাম। সেভাবেই পড়াশোনা করি। তবে লেখাপড়ার খরচ যোগাড় করতে মাঠেও কাজ করেছি। কারণ আমার পরিবারের পক্ষে এত লেখাপড়া চালানো সম্ভব ছিল না। আমার আক্রান্ত পরিশ্রম ও মা-বাবার দোয়ায় আমি মেডিকেলে ভর্তি সুযোগ পেয়েছি। দোয়া করবেন যেন ভালো ডাক্তার হতে পারি। অসহায় ও দুস্থ মানুষের জন্য কিছু করতে চাই। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, মারুফ হাসান মেধাবী শিক্ষার্থীদের মডেল, আইকন ও অনুপ্রেরণা। দরিদ্র পরিবারের সন্তান হিসাবে মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ায় মারুফকে অভিনন্দন ও শুভেচ্ছা। এছাড়াও তার মেডিকেলে পড়তে সবসময় উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে।

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করার উপায়

পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করার উপায়


 নতুন শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পুরোনো শিক্ষাক্রমে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। পাঠ্যবইয়ে অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে যার পিডিএফ কপি এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার্থীদের সুবিধার জন্য পাঠ্যবই ডাউনলোডের ৫টি ধাপ নির্ধারণ করে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। শিক্ষার্থীরা এই ধাপগুলো অনুসরণ করে সহজেই বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে।


বই ডাউনলোডের ধাপসমূহ:

  • প্রথম ধাপে ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে ক্লিক করতে বলা হয়েছে;
  • দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠপুস্তকের ভালিকার বিস্তারিত বাটন অথবা পাঠপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকায় ক্লিক করতে বলা হয়েছে;
  • তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর–এ ক্লিক করতে বলা হয়েছে;
  • চতুর্থ ধাপে চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করুন বলা হয়েছে;
  • পঞ্চম ধাপে, যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ভাউনলোড লেখাতে ক্লিক করতে বলা হয়েছে।

রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নতুন পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ‘ভুল’

নতুন পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ‘ভুল’



সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার মৃত্যুতেই ঘুরে যায় আন্দোলনের মোড়। কিন্তু ৫ মাস না যেতেই নতুন বছরের পাঠ্যবইয়ে ভুল লেখা হয়েছে আবু সাঈদের মৃত্যুর তারিখ।

খোঁজ নিয়ে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তবে এই বইয়ে তার মৃত্যুর তারিখ লেখা হয়েছে ১৭ জুলাই।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামের অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তবে একই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ শিরোনামে যে অধ্যায় যুক্ত করা হয়েছে সেখানে সঠিক তারিখ অর্থাৎ ১৬ জুলাই লেখা হয়েছে।



এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর এ কে এম রিয়াজুল হাসান বলেন, বিষয়টি নজরে এসেছে। ওয়েবসাইটে পিডিএফ কপিতে সংশোধনের জন্য বলা হয়েছে। তবে মুদ্রণ হওয়া বইগুলো যেগুলো চলে গেছে সেগুলোর জন্য সংশোধন কপি পাঠানো হবে। আর যেসব বই ছাপা হয়নি সেখানে সংশোধন করে ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালীন গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, আরো গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ঐ আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ

২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ

দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রকাশিত তালিকা অনুযায়ী ৭৬ দিন স্কুল বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাআতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৫ দিন স্কুল ছুটি থাকবে। এ ছুটি ১ জুন শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে। অন্যদিকে প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে। ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

পাঠ্যবই ছাপায় দেরি, শিক্ষার্থীদের অপেক্ষা মার্চ পর্যন্ত

পাঠ্যবই ছাপায় দেরি, শিক্ষার্থীদের অপেক্ষা মার্চ পর্যন্ত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী শিক্ষাবর্ষের জন্য ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ২০২টি পাঠ্যবই ছাপানোর লক্ষ্য নির্ধারণ করলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগামী মার্চের আগে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হবে না। প্রথম থেকে তৃতীয় শ্রেণির বই ছাপানোর কাজ শুরু হয়েছিল আগেই এবং বর্তমানে তা শেষ পর্যায়ে। এই বইগুলোর সংখ্যা প্রায় পাঁচ কোটি। তবে অন্যান্য শ্রেণির বই ছাপানোর কার্যক্রম শুরু করতে যথেষ্ট বিলম্ব হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কার্যাদেশ ও চুক্তিপত্র সম্পন্ন হওয়ার পর এই সপ্তাহেই বই ছাপার কাজ শুরু হয়েছে। এই দুটি শ্রেণির বইয়ের সংখ্যা প্রায় ১২ কোটি। চতুর্থ, পঞ্চম এবং অষ্টম শ্রেণির বই ছাপার কার্যাদেশ ১০ ও ১১ ডিসেম্বর দেওয়া হলেও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এখনও প্রেস মালিকদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়নি। নবম ও দশম শ্রেণির বইয়ের দরপত্র প্রক্রিয়া শেষ হলেও মন্ত্রণালয়ের অনুমোদনের পর কার্যাদেশ দেওয়া বাকি। এসব শ্রেণির বই ছাপার কাজ কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বছর চুক্তির পর বই ছাপার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ৪০ দিন। অথচ আগের বছরগুলোতে ৭০ দিন সময় দিয়েও কাজ শেষ করা সম্ভব হয়নি। এই অস্বাভাবিক চাপের কারণে প্রেস মালিকরা কাজ সময়মতো শেষ করতে পারবে না বলে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এনসিটিবি ও প্রেস মালিকদের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে অন্তত তিনটি করে বই (বাংলা, ইংরেজি ও গণিত) সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন, ‘যথাসময়ে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, বিতরণ ও সরবরাহ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। তাই দ্রুততম সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছি।’ সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত জুলাই-আগস্ট থেকে পাঠ্যবই ছাপার কাজ শুরু হলেও এ বছর বিলম্ব হয়েছে। ফলে সময়মতো বই সরবরাহে জটিলতা দেখা দিয়েছে। এই সংকটের ফলে শিক্ষার্থীদের পাঠ্যবই পেতে বিলম্ব হবে। এতে শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে। সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

দিনাজপুর সরকারি কলেজের বিজ্ঞপ্তিঃ ছুটি প্রসঙ্গে

দিনাজপুর সরকারি কলেজের বিজ্ঞপ্তিঃ ছুটি প্রসঙ্গে


 বিজ্ঞপ্তিঃ

বিষয়: শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মন্মদিন উপলক্ষ্যে ছুটি প্রসঙ্ গে
দিনাজপুর সরকারি কলেজের সম্মানিত শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৭/১২/২০২৪ থেকে ৩১/১২/২০২৪ তারিখ পর্যন্ত শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন, ২৫ ডিসেম্বর) উপলক্ষ্যে কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকবে।

উল্লেখ্য যে, সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগসমূহ যথারীতি খোলা থাকবে।
তথ্য ও ফটোগ্রাফি
দিনাজপুর সরকারি কলেজ অফিসিয়াল