মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষার্থী

 



ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন৷ ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও রোড ভাউলার হাট মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিলেন ফারহানা৷

আহতরা হলো, জেলার সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)। 

 প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থী মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। 

 ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালে আসার আগে স্কুল শিক্ষার্থী মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মুমূর্ষু রয়েছেন৷ 

 ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে৷

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: