বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ভারতীয় মিডিয়ায় মিথ্যাচারের প্রতিবাদে এবি যুব পার্টির বিক্ষোভ

ভারতীয় মিডিয়ায় ধারাবাহিক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ (এবি) যুব পার্টি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পল্টন বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে এ বিক্ষোভ মিছিল হয়। এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ টুটুলের সভাপতিত্বে এতে ৬০-৭০ জন অংশ নেন। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহ্বায়ক মেজর আব্দুল ওহাব মিনার (অব.)। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক‌ লে. কর্নেল দিদারুল আলম, লে. কর্নেল হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সহকারী সদস্য সচিব খালিদ হাসান, শাহ আব্দুর রহমান, এবি পার্টি মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ। এ সময় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমানে ভারতের বিভিন্ন মিডিয়া প্রচার করছে যে, বাংলাদেশের হিন্দু মহিলারা সিঁদুর পরে ঘরের বাহিরে যেতে পারছে না, সংখ্যালঘু হিন্দু ধর্মাবলীদেরকে ধর্ষণসহ বিভিন্ন নির্যাতন করা হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন ইস্যু নিয়ে তারা মিথ্যাচার করছেন। তিনি ভারতের মিডিয়াকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে যখন অপমান অপদস্থ করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হলো তখন তো ভারতের মিডিয়ায় কোনো প্রতিবাদ হলো না। ফ্যাসিবাদ আওয়ামী লীগের ছাত্রলীগ যখন সংখ্যালঘুদের বল্লম, ছুরি দিয়ে কচু কাটার মতো হত্যা করলো; তখনও সংখ্যালঘুদের নিয়ে ভারত কোনো প্রতিবাদ করেনি। স্বৈরাচার হাসিনা সরকার যখন সংখ্যালঘুদের জুলাই-আগস্টে হত্যা করলো কই তখনতো আপনারা নিচ্চুপ ছিলেন। তাই আমরা বলবো আপনারা এই মিথ্যাচার থেকে সরে দাঁড়ান। সংক্ষিপ্ত বক্তব্য শেষে এবি‌ যুব পার্টির বিক্ষোভ মিছিলটি পল্টন বিজয়নগর হয়ে পল্টন নাইট এঙ্গেল মোর প্রদক্ষিণ করে পুনরায় পল্টন বিজয়নগর ৭১ চত্বরে এসে শেষ হয়।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: