সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রামে শিশুকে দত্তক, সংবাদ প্রকাশের পর পরিবারের পাশে ইউএনও


 কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চিকিৎসার ব্যয়ভার মিটাতে না পেরে নিজের শিশু কন্যাকে ৩৫ হাজার টাকায় দত্তক দিয়েছেন বাবা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ওই পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।

জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৪৪) এর মুখের মাড়ি পঁচনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে রংপুর কসির উদ্দিন বে-সরকারি হাসপাতালে ভর্তি করে অপারেশন সম্পন্ন করেন। প্রায় এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। সে এখন পক্ষাঘাত গ্রস্ত। নিজের সহায় সম্বল যা ছিল সব শেষ হয়েছে চিকিৎসার ব্যয়ে। উপায়ান্তর না দেখে সবশেষে নিজের ৩ দিন বয়সের শিশু সন্তান খাদিজাতুল কোবরাকে চিকিৎসা ব্যয় মেটাতে ৩৫ হাজার টাকায় দত্তক দিয়েছেন। এলাকাবাসীর সহায়তায় ষ্ট্যাম্পে স্বক্ষরের মাধ্যমে উপজেলার বাকরের হাট নিজাই খামার এলাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে তুলে দেওয়া হয়। শিশুটির বাবা দুলাল মিয়া চায়ের দোকানে কাজ করতেন। মা শাহিমা বেগম(৩২) অন্যের বাড়িতে ও জমিতে দিনমুজুর হিসাবে কাজ করে থাকেন।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, শিশু দত্তক দেয়া অসহায় দুলাল মিয়ার পরিবারের খোঁজ খবর নেয়া হয়েছে। সরকারি ভাবে আশ্রয়নের ঘরসহ আর্থিক সহায়তা প্রদান করা হবে।


শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: