শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

নবাবগঞ্জে সরকারি পুকুর হতে বালু উত্তোলন করার দায়ে আটক- ৩

 


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (১৩ ই ডিসেম্বর) শুক্রবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ  ১নং ইউনিয়নের শীবের বাজার কালিমন্দির এবং শ্মশানের পাশে সরকারি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে যৌথ বাহিনী উপস্থিত হয়ে ৩ জনকে হাতেনাতে আটক করে এবং সরকারি পুকুরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তাদের-৩ জনকে  নিকটস্থ নবাবগঞ্জ থানায় সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদ, তিনি আরো বলেন, পার্বতীপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট ইউনিট - ৭ হর্স এর অপারেশন কমান্ডার- মেজর আশিক উজ জামানের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিররা হলেন মোঃ সৈকত পিতাঃ মোস্তাফিজুর রহমান মোঃ খাদেমুলপিতাঃ আফজাল হোসেন মোঃ  শহিদ উদ্দিন পিতাঃ বেলাল হোসেন সকলের ঠিকানাঃ গ্রামঃ চামুন্ডা, পোস্টঃ মনোহরপুর,উপজেলাঃ নবাবগঞ্জ জেলাঃ দিনাজপুর।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: