১৫ বছরে বিএনপি ফ্যাসিবাদবিরোধী অবস্থানে ছিল বলেই শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা পালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, যারা বলছে বিএনপি কিছু করেনি, তারাই সব একাই করেছে, তাদের বিএনপির ত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে চাই। বিএনপি ১৫ বছর নির্যাতন গুম-হত্যা সহ্য করে লড়াই করেছে বলেই ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে। ৭ লাখ মামলা ৩০ লাখ আসামি, আয়নাঘরে নিয়ে নির্যাতন, আওয়ামী লীগ এসব করে পালাতে বাধ্য হয়েছে। এত পাপ করেছে তারা যে আর পালানো ছাড়া পথ ছিল না।
ছাত্র-জনতাকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, অনেকে বলে বিএনপিতো পারে নাই, বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেইতো ছাত্র-জনতা সাহস করে দাঁড়িয়ে গেছে। তাদের সাধুবাদ জানাই। তবে বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়া যাবে না।
এ সময় ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি উগ্রবাদ মোকাবিলা ও প্রতিহত করারও আহ্বান জানান।
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।
0 coment rios: