শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

বিস্মৃতি

“হ্যাঁ, হঠাৎ করে আমি পরিষ্কারভাবে দেখতে পেলাম যে অধিকাংশ মানুষই দুটো বিশ্বাস দিয়ে নিজেদেরকে প্রতারণা করে থাকে: প্রথমত: তারা চিরন্তন স্মৃতিতে বিশ্বাস করে এবং জনগণ, জিনিসপত্র, কাজ-কর্ম, জাতি- সম্প্রদায় এগুলো চিরকাল থাকবে বলে ভাবে। দ্বিতীয়ত: তারা মনে করে যে কাজ-কর্ম, ভুলভ্রান্তি , পাপাচার, অবিচার এগুলোর বিপরীতে প্রতিকার অর্জন সম্ভব। দুটোই মিথ্যা বিশ্বাস। বাস্তবে বিপরীতটাই সত্য: প্রতিটা জিনিসই মানুষ ভুলে যাবে এবং কোনোকিছুর বিপরীতেই প্রতিকার করা হবে না। প্রতিশোধ অথবা ক্ষমার মধ্যদিয়ে প্রতিকার অর্জনের দায়িত্ব গ্রহণ করবে বিস্মৃতি বা ভুলে যাওয়া। কৃত ক্ষতিগুলোর বিপরীতে কেউই প্রতিকার অর্জনের চেষ্টা করবে না, বরং সকল ভুলভ্রান্তিগুলোকেই ভুলে যাবে।”

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: