রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে সৈয়দপুর হয়ে ঠাকুরগাঁও শহরস্থ কালীবাড়ী নিজ বাসভবনে আগমন করেছেন। রোববার দুপুর ২টার দিকে তিনি নিজ বাসভবনে আগমন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবন থেকে সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাকোয়া এলাকায় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে গমন করবেন বলে জানা যায়।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: