মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ধেয়ে আসছে মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ

 


দেশের বিভিন্ন স্থানে হাড়কাঁপানো শীত আবারো বাড়তে শুরু করবে আগামী বুধবার (৮ জানুয়ারি) থেকে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, যার ফলে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।Referral link

এ শৈত্যপ্রবাহটি চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বুধবার থেকে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় কুয়াশার পরিমাণও বাড়বে, ফলে দিনের বেলা সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম। এর ফলে শীতের অনুভূতি আরো তীব্র হবে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

আবহাওয়াবিদরা জানান, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ কাশ্মীর থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে, যা ভারতের মধ্য ও উত্তর-পূর্ব রাজ্যগুলো পেরিয়ে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করবে। এর ফলে শীতের তীব্রতা বাড়বে এবং কুয়াশার পরিমাণও দ্রুত বাড়বে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। এছাড়া সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকবে।

তিনি আরো জানান, শীতের এই অবস্থা ১৪ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে।


শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: