মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

সাবেক এমপি রমেশ সেনের পোষ্যপুত্র তোজ্জামেলের বদলি

একজন রোগীর জন্য চিকিৎসক হলেন বিশ্বাস ও ভরসার নাম। কিন্তু ঠাকুরগাঁওয়ে একজন চিকিৎসকের বেলা হয়েছে তার উল্টো। তার সাথে দেখা করার চেয়ে নাকি আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলা সহজ। এমনটাই বলছিলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা একজন রোগী। সেই ক্ষমতাধর চিকিৎসকের বদলি হয়েছে। তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশ সেনের পোষ্যপুত্র ডা. তোজাম্মেল হক। ঠাকুরগাঁও ২৫০ শয্যার হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে ২০০৭ সাল হতে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে নীলফামারিতে বদলি করা হয়েছে। তার বদলির খবর শুনে রোগীরা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, এতদিন পর বদলি কেন? তার বদলি তো আগেই করা উচিৎ ছিলো। উনি হাসপাতালের চিকিৎসক নাকি শাসক বোঝার উপায় নেই। রোগীর স্বজন রকি ঘোষ বলেন, একজন চিকিৎসক মানবিক হবেন, নরম হবেন, গরীব ধনীর ভেদাভেদ না করে চিকিৎসা পরামর্শ দিবেন এটাই আমরা আশা করি। কিন্তু এই চিকিৎসকের সাথে কথা বলার চেয়ে হয়তো আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলা সহজ। আমরা এ চিকিৎসকদের মাঝেও সংস্কার প্রত্যাশা করি। রোগী সুজন পাঠান বলেন, উনি রোগীকে ধমক দেন কেনো সেটাই বুঝতে পারিনি আজও। তার ব্যক্তিগত চেম্বারে টাকা দিয়ে চিকিৎসা পরামর্শ নিতে গিয়েও ধমক খেয়েছি। বিশেষ করে করোনার সময় মানুষের সাথে এত দুর্ব্যবহার করেছে যা মুখে না বলি। আশা করি যেখানে বদলি হয়েছেন সেখানে নিজেকে শুধরে নেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, হাসপাতালে থাকাকালে ডা. তোজাম্মেল টেন্ডার বাণিজ্য সহ হাসপাতালের সকল বিষয়ে রমেশ সেনকে অনৈতিকভাবে সহযোগিতা করতেন। তার দুর্দান্ত দাপটে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ছিল ভীত-সন্ত্রস্ত। এমনকি তার অনুমতি ছাড়া হাসপাতালের একটি ফাইলও নাকি নড়াচড়া হতো না ঠাকুরগাঁওয়ে।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: