ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মধুপুর এলাকায় রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মধুপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ তসলিম উদ্দিন এর ছেলে মোহাম্মদ তরিকুল ইসলামকে বেধম মারপিট করে।। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খোকা মোঃ লাবিব হাসান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পিতা মোঃ আব্দুল হামিদ আলামিন, মাসুদ ,আরমান তাদের তিনজনের পিতা মোঃ লুৎফর রহমান মোঃ আতিক হাসান পিতা মোঃ দেলোয়ার হোসেন আশিক পিতা মোঃ দেলোয়ার হোসেন সাব্বির হাসান পিতা তোফাইজুল ইসলাম লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
গুরুতর আহতদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। আহত মোহাম্মদ তরিকুল ইসলাম জানান লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে আমাদের উপর হামলা করে এতে গুরুতর আহত হয়ে পরি।
আহত মোহাম্মদ তরিকুল ইসলামের বাবা মোহাম্মদ তসলিম উদ্দিন জানান আমাদের বাসার পাশে অভিযোগকারীরা এই পবিত্র ঈদুল ফিতর নামাজের দিনে তাদের টিপওয়েল নোংরা পানি যাওয়ার জন্য রাস্তায় মাঝখানে ইচ্ছা পূর্বক গর্ত করে। যা ঈদুল ফিতর নামাজ পড়ার নামাজীদের খুব সমস্যা করে। এটা দেখে আমার ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম বাধা দিতে গেলে লাঠিসোটা, দা-বটি দিয়ে
মাথায় প্রবল আঘাত করায় সে এখন মৃত্যুর শয্যায় ভর্তি রয়েছ বালিয়াডাঙ্গী হাসপাতালে।
এলাকায় বাসীর সূত্রে জানা যায় আহত তরিকুল ইসলাম বসতঘর সরকারি রাস্তায় পড়াই বাড়ি ভাঙ্গার জন্য সরকারের পক্ষ থেকে বাড়ি ভাঙার জন্য তিন দিন সময় দেওয়া হয়। তারা আইনের প্রতি সম্মান রেখে তিন দিনের মধ্যে তাদের বসতঘর সরিয়ে নেয়। তাদের বাসার পাশে অভিযোগকারীরা এই পবিত্র ঈদুল ফিতর নামাজের দিনে তাদের টিপওয়েল নোংরা পানি যাওয়ার জন্য রাস্তায় মাঝখানে ইচ্ছা পূর্বক গর্ত করে। যা ঈদুল ফিতর নামাজ পড়ার নামাজীদের খুব সমস্যা করে। এটা বাধা দিতে গিয়ে মোহাম্মদ তরিকুল ইসলাম মাথায় প্রবল আঘাত করায় সে এখন মৃত্যুর শয্যায় ভর্তি রয়েছ বালিয়াডাঙ্গী হাসপাতালে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকোত আলি সরকার , পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার, ৩১ মার্চ, ২০২৫
Author: ajkerthakurgaon
দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।
0 coment rios: