সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মৃত শাবক জবাইকৃত মাংস ফেলে পালিয়ে যায় দূর্বত্তরা

ঠাকুরগাঁও প্রতিনিধি ঘোড়ার মাংসকে গরু মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ভূট্টা ক্ষেতে পাশে গর্ভবতী ঘোড়া জবাই করেছেন দূর্বত্তরা। একেই বলে মনুষ্যত্ব ভুলন্ঠিত,রাতের আধারে একটি দূর্বৃত্তের দল ভুট্টাখেতে ঘোড়া জবাই করে কাটাকাটি শুরু করে এর মধ্যেই গ্রামবাসীরা টের পেয়ে যায়। গ্রামের লোকজন জড়ো হতে থাকলে তারা একটি মোটরসাইকেল, জীবিত ঘোড়া, মৃত শাবক জবাইকৃত মাংস ফেলে পালিয়ে যায়। নাম না প্রকাশ শর্তে গ্রামের লোকজন পরে বটতলী মোড়ে এনে জনসম্মুখে প্রকাশ করে। তদন্তে মূলহোতা যিনি ঘৃন্য কাজের সাথে জড়িত ও অন্যান্য ব্যক্তিদের শাস্তির দাবি করছেন। এমনটাই ঘটেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নে( দেহট্র হাটপুকুর) বটতলী মোড় এলাকায়। এই বিষয়ে হরিপুর উপজেলা থানা পুলিশকে জানানো হলে, কর্তব্যরত ডিউটি অফিসার জানান, এস আই মো,মোশাররফ হোসেনকে সরেজমিনে পাঠানো হয়েছিল,তিনি তদন্ত করে এসেছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: