শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ছাত্র আন্দোলনে উত্তরার ৯২ শহীদের তালিকা প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্টে রাজধানীর উত্তরায় (১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) ৯২ জন শহীদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ। ফান্তাসির মাহমুদ বলেন, সরকারি কোনও সহযোগিতা না পেয়ে নিজেদের উদ্যোগে এই তালিকা প্রকাশ করা হয়েছে। জুলাই বিপ্লবে স্মৃতি বাঁচিয়ে রাখতে ওয়েবসাইট নির্মাণের কাজ করা হচ্ছে। যেখানে সারা দেশের একাধারে শহীদ ও আহতদের তালিকা দেওয়া থাকবে এবং তাদের নিয়ে প্রামাণ্যচিত্র তুলে ধরা হবে। আমাদের শহীদ তালিকার মধ্যে রয়েছেন- উত্তরায় শহীদ ৯২ জনের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাত এবং অন্যান্য ১৯ জন। এ সময় উত্তরায় শহীদ পরিবারের সদস্যরা জানান, এত প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায় তবে তা জাতি ব্যর্থ হবে। শহীদ মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে জাতির কাছে স্মরণীয় করে রাখতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

শেয়ার করুন

Author:

দৈনিক আজকের ঠাকুরগাঁও.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে।

0 coment rios: